সোনারগাঁয়ে বেপরোয়া ট্রাকচাপায় প্রাণ গেল মহিদুল শেখের
নারায়ণগঞ্জ | ২৩ জুলাই ২০২৫ — নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী ট্রাকচাপায় প্রাণ হারালেন এক তরুণ শ্রমিক। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বস্তল এলাকায় মদনপুর-আড়াইহাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মহিদুল শেখ (২৪)—নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহোরিয়া গ্রামের বাসিন্দা, পিতা মো. বক্তার শেখ।
কর্মস্থল থেকে ফেরার পথে করুণ মৃত্যু
জানা গেছে, মহিদুল সোনারগাঁয়ের বস্তল এলাকায় মো. গুলজার হোসেন প্রধানের মালিকানাধীন একটি বালু ড্রেজারে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৮৩১৭) তাকে পেছন থেকে চাপা দেয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিদুলের। তার মামা এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, “সে একদম সড়কের পাশে হাঁটছিল। হঠাৎ ট্রাকটি এসে ধাক্কা দেয়, কিছু বোঝার আগেই ছিটকে পড়ে যায়।”
চালক পলাতক, ট্রাক আটক
দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা তালতলা এলাকায় ট্রাকটি আটক করে, তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ট্রাকসহ নিহতের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় আইনি প্রক্রিয়ার জন্য।
বেপরোয়া যান চলাচল ও সড়ক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ
স্থানীয়দের অভিযোগ, “এই রাস্তায় মালবাহী ট্রাকগুলো যেন মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। চালকেরা স্পিড কমায় না, রাস্তায় কোনো ট্রাফিক নিয়ন্ত্রণও নেই।”
প্রতিনিয়ত এমন বেপরোয়া ট্রাফিক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ, যাদের অধিকাংশই নিম্ন আয়ের শ্রমজীবী। সড়কে নিরাপত্তা এবং কঠোর নিয়ন্ত্রণের দাবি তুলেছেন এলাকাবাসী।
— সালেহ/ তাবাসসুম/ কল্লোল আহমদ
মোশারফ হোসেন খসরু 



























