ধর্মীয় কথা বলে উত্তেজনা সৃষ্টি করে ভোট পাওয়া যায়, উন্নয়ন করা যায় না: এড. মোফাজ্জল হোসেন দুলাল
বিরল, দিনাজপুর | ২২ জুলাই ২০২৫ — “ধর্মীয় কথা বলে উত্তেজনা সৃষ্টি করে ভোট পাওয়া যায়, কিন্তু উন্নয়ন করা যায় না” — এমন মন্তব্য করেছেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও প্রবীণ আইনজীবী এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে বিরল শহীদ মিনার চত্বরে দিনাজপুর জেলা বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ২০২৫ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্ম দিয়ে রাজনীতি নয়, চাই উন্নয়নের রাজনীতি
প্রধান অতিথির বক্তব্যে এড. দুলাল বলেন,
“আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি। ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে ভোট নেওয়া যায়, কিন্তু তা দিয়ে দেশের মঙ্গল হয় না। যারা জনগণের পক্ষে ছিলেন, লুটপাটে অংশ নেননি — তাদেরকেই আগামী দিনে নেতৃত্বে আনতে হবে।”
তিনি আরও বলেন,
“১৯৭৪ সালের ১৬ জুন শেখ মুজিবুর রহমান সংবাদপত্র বন্ধ করে দেন। জিয়াউর রহমান সেই পত্রিকাগুলো পুনরায় চালু করে সাংবাদিকদের বাঁচার পথ করে দেন।”
সদস্য সংগ্রহে সতর্ক থাকার আহ্বান
নতুন সদস্য সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন,
“আওয়ামী লীগের কোনো দোসর যেন বিএনপিতে সদস্য না হয়। সদস্য নবায়নে সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোনো দালাল বা গুপ্ত সংগঠনের লোক ঢুকে না পড়ে।”
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের স্বপ্ন
বক্তব্যে তিনি আরও বলেন,
“আমাদের প্রিয় নেতা তারেক রহমান গণতন্ত্রের স্বপ্ন দেখছেন। আমরা তার হাতকে শক্তিশালী করতে চাই, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির পতাকা যেন আবার মাথা উঁচু করে উড়ে।”
অন্যান্য বক্তাদের বক্তব্য
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
-
মুরাদ আহমেদ – ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
-
মো. মোকারম হোসেন – সহ-সভাপতি
-
মো. খালেকুজ্জামান বাবু
-
আ.ন.ম বজলুর রশীদ কালু – মনোনয়ন প্রত্যাশী ও সাবেক চেয়ারম্যান
-
আনিছুর রহমান বাদশা – সাংগঠনিক সম্পাদক
-
আমিনুল ইসলাম মুন্না – প্রচার সম্পাদক
-
বাবু চৌধুরী – দফতর সম্পাদক
-
এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ – যুবদলের সভাপতি
-
রুবেল ইসলাম – ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি
সভাপতিত্ব করেন বিরল পৌর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী এবং সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক লুৎফর রহমান। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. নুর জামাল হোসেন (সোনাহার)।
মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণ
অনুষ্ঠানের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন এড. মোফাজ্জল হোসেন দুলাল।
আসন্ন নির্বাচন নিয়ে সতর্কবার্তা
বক্তারা বলেন,
“জাতীয় নির্বাচন সামনে। আমাদের প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চলছে। ফাঁদে পা না দিয়ে, গণতন্ত্রের পথে অটল থাকতে হবে। ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় হতে হবে।”
— মিনারা/ তাবাসসুম/ মেহেদী
মুরছালিন হোসেন 
























