কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
কুমিল্লা | ২২ জুলাই ২০২৫ — কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে পানিতে ডুবে ফাতেমা ইয়াসমিন (৯) ও জান্নাতুল ফেরদৌস (১০) নামে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তারা উপজেলার নগর শরীফ গ্রামের বাসিন্দা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ফাতেমা ও জান্নাতুল বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, “এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
— মিনারা/ তাবাসসুম/ মেহেদী
শাকিল মোল্লা, কুমিল্লা 




























