বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমানের ইন্তেকালে এম নাসের রহমানের গভীর শোক
মৌলভীবাজার | ২২ জুলাই ২০২৫ —
মৌলভীবাজার জেলার বিশিষ্ট রাজনীতিক, মহান মুক্তিযুদ্ধের গর্বিত সৈনিক, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির আন্দোলন-সংগ্রামের এক পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান গত ২১ জুলাই সোমবার রাত ৮টা ১০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা এম নাসের রহমান।
এক শোকবার্তায় তিনি বলেন—
**“ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান ছিলেন আমাদের রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। বিএনপির সূচনালগ্ন থেকে তিনি দলের আদর্শে অবিচল থেকে নেতৃত্ব দিয়েছেন। আপসহীন নীতির ধারক ও সংগ্রামী নেতৃত্বের প্রতীক হিসেবে তিনি ছিলেন সকলের শ্রদ্ধার পাত্র।
মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা যেমন গৌরবময় ইতিহাস, তেমনি রাজনৈতিক জীবনে তাঁর নিষ্ঠা, আত্মত্যাগ ও নেতৃত্বের গুণাবলি ছিল অনন্য। বিশেষ করে কমলগঞ্জ উপজেলা বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে তিনি যে নিরলস পরিশ্রম করেছেন, তা আজও সকল নেতা-কর্মীর কাছে প্রেরণার উৎস হয়ে আছে।
তাঁর মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি হারালো এক পরীক্ষিত, ত্যাগী ও সংগ্রামী নেতাকে—যে ক্ষতি সহজে পূরণ হবার নয়।”
এম নাসের রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।
— সুমাইয়া/ তাবাসসুম/ মেহেদী
এম ইদ্রিস আলী, মৌলভীবাজার 























