ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ
নয়াদিল্লি | ২২ জুলাই ২০২৫ —
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। সোমবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো একটি আনুষ্ঠানিক চিঠিতে তিনি পদত্যাগপত্র জমা দেন। এই পদত্যাগ ভারতের রাজনৈতিক অঙ্গনে আকস্মিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানায়, সোমবার সকাল ১১টায় বর্ষাকালীন সংসদ অধিবেশনে নিয়মমাফিক উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি ধনখড়। রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে অধিবেশন পরিচালনা শুরু করেন তিনি। কিন্তু বিরোধী দলগুলোর পক্ষ থেকে পেহেলগাম-কাণ্ড এবং অপারেশন সিঁদুর ইস্যুতে তুমুল প্রতিবাদের মুখে দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। এরপর তিনি আর সভায় ফিরে আসেননি।
পদত্যাগপত্রে যা লিখেছেন
পদত্যাগপত্রে জগদীপ ধনখড় জানান, তার শারীরিক অবস্থা ভালো নয় এবং চিকিৎসকদের পরামর্শেই তিনি পদত্যাগ করছেন। চিঠিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সাংসদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন:
“উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরবিচার সহানুভূতি ও দিকনির্দেশনা পেয়েছি। সংসদ সদস্যদের স্নেহ, বিশ্বাস ও উষ্ণতা আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।”
তিনি আরও লিখেন,
“এই গুরুত্বপূর্ণ সময়কালে ভারতের অর্থনৈতিক অগ্রগতি প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছি। এ অভিজ্ঞতা আমার জন্য সৌভাগ্যের।”
পটভূমি
২০২২ সালের আগস্টে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে পরাজিত করে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন জগদীপ ধনখড়। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত ছিল। এর আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন।
— সালেহ/ তাবাসসুম/ মেহেদী
সালেহ আহমদ (স'লিপক) 




























