লস অ্যাঞ্জেলেসে দুর্ঘটনাজনিত বিস্ফোরণে প্রাণ হারালেন শেরিফ বিভাগের সদস্যরা
লস অ্যাঞ্জেলেসে, যুক্তরাষ্ট্র | ২১ জুলাই ২০২৫ — যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুলিশের একটি প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় শেরিফ ডিপার্টমেন্টের তিন সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে কাউন্টি শেরিফ বিভাগের বিসকাইলুজ প্রশিক্ষণকেন্দ্রে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ একে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে।
দুঃখজনক মৃত্যু, আতঙ্ক নেই—জানালেন শেরিফ
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন,
“এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের তিনজন সহকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য কেউ আহত হননি বা হাসপাতালে ভর্তি হননি।”
তিনি আরও জানান,
“এই বিস্ফোরণের কারণে আশেপাশের এলাকাবাসীর জন্য কোনো হুমকি নেই। এটি একটি দুর্ঘটনা এবং তদন্তের কাজ চলছে।”
তদন্তে এফবিআই, এলএপিডি বোম্ব স্কোয়াড ও অন্যান্য সংস্থা
বিস্ফোরণের ৩০ মিনিটের মধ্যেই এলএপিডি (লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট) বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রশিক্ষণকেন্দ্রটি নিরাপদ ঘোষণা করা হয়। তদন্তে সহায়তা করছে:
-
FBI (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)
-
ATF (অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো)
-
স্থানীয় বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট
শেরিফ লুনা জানান, “ঘটনার আগে কী ঘটেছিল তা বিশ্লেষণ করা হবে। বিস্ফোরণের উৎস চিহ্নিত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”
সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা নেই
স্থানীয় নির্বাচিত এক নগর কর্মকর্তা বলেন,
“আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।”
বিস্ফোরণের কারণে পুরো এলাকা সাময়িকভাবে কর্ডন করে রাখা হয় এবং পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম চালু হয়।
প্রতিবেদক : হাকিকুল ইসলাম খোকন
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মেহেদী
হাকিকুল ইসলাম খোকন 




























