সিলেট | ২১ জুলাই ২০২৫ — বাংলাদেশে ফ্যাসিবাদ ও সামাজিক বৈষম্যের পুনরাবৃত্তি ঠেকাতে নাগরিক প্রতিবাদ ও রাষ্ট্রীয় সংস্কারের চিত্র চলচ্চিত্রে তুলে ধরার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, “ভবিষ্যতের বাংলাদেশ যেন আর কখনো বৈষম্য, দমন-পীড়ন বা ফ্যাসিবাদের কবলে না পড়ে, সে জন্য চলচ্চিত্রকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। গণচেতনার উন্মেষে এবং ইতিহাস-সচেতনতা তৈরিতে সিনেমা হতে পারে এক শক্তিশালী মাধ্যম।”
এই মন্তব্য তিনি করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও শাবিপ্রবি চোখ ফিল্ম সোসাইটি-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময় সভায়।
অনুষ্ঠানটি ছিল জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫-এর অংশ, যা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল। তিনি বলেন, “তরুণ নির্মাতাদেরকে বাস্তবতা এবং জাতীয় চেতনার আলোকে চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসতে হবে। গণমানুষের ভাষা বুঝে নির্মিত চলচ্চিত্রই সমাজে কার্যকর বার্তা পৌঁছাতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, ফিল্ম আর্কাইভ পরিচালক ফারহানা রহমান এবং চোখ ফিল্ম সোসাইটির সভাপতি মো. সাকিব মিয়া ও সাধারণ সম্পাদক মো. হামিম চৌধুরী।
অনুষ্ঠানের শেষে প্রদর্শিত হয় দুটি তথ্যচিত্র—
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রযোজিত ‘শ্রাবণ বিদ্রোহ’,
-
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নির্মিত ‘The Monsoon Revolution’।
দুটি চলচ্চিত্রেই উঠে এসেছে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান এবং বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট ও প্রভাব।
প্রতিবেদক : সালেহ আহমদ (স’লিপক)
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মেহেদী
সালেহ আহমদ (স'লিপক) 


























