মৌলভীবাজার | ১৮ জুলাই ২০২৫ —
সিলেটের কাজিরবাজারের শাপলা হোটেলের শ্রমিক দিনার আহমেদ রুমন-কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় শহরের চৌমুহনায় ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহমেদ, শ্রমিক নেতা আহাদ আলী বাবুর্চি, সেলিম মিয়া বাবুর্চি, আলআমিন, জিয়াউর রহমান এবং রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৩ জুলাই ‘চা দিতে দেরি’ হওয়াকে কেন্দ্র করে শাপলা হোটেলের শ্রমিক দিনার আহমেদ রুমন-কে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেন আব্বাস মিয়া ও তার ছেলেরা। ঘটনার পর আব্বাস মিয়া গ্রেফতার হলেও অন্যান্য অভিযুক্ত এখনো পলাতক।
নেতৃবৃন্দ দ্রুত সকল খুনিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দিনার রুমনের ঘটনা হোটেল শ্রমিকদের জীবনের নিরাপত্তাহীনতা ও শ্রম আইন উপেক্ষার ভয়াবহ উদাহরণ।
বক্তারা আরও বলেন, অতীতেও শিশু শ্রমিক তানিম ও রিয়াদ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় এই ধরনের বর্বরতা বারবার ঘটছে।
বিক্ষোভ ইতিমধ্যে সিলেট, সুনামগঞ্জ, চট্টগ্রাম, যশোর, ঢাকাসহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।
শ্রমিকরা অভিযোগ করেন, তারা দীর্ঘ সময় শ্রম দিলেও পান না ন্যায্য মজুরি বা আইনি সুবিধা। সরকার গত ৫ মে হোটেল-রেস্টুরেন্ট শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ করলেও সেটি এখনও বাস্তবায়ন হয়নি।
বর্তমান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ঘোষিত মজুরি পর্যাপ্ত নয় বলেও বক্তারা মত প্রকাশ করেন।
তারা বলেন, অমানবিক শ্রমঘণ্টা, অস্বাস্থ্যকর কাজের পরিবেশ, বাসস্থানের সংকট ও নিরাপত্তাহীনতার কারণে হোটেল শ্রমিকদের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ জমে উঠছে।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : মিনারা আজমী
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মেহেদী
Reporter Name 




























