আগৈলঝাড়া (বরিশাল) | ১৬ জুলাই ২০২৫
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়ে হাসপাতালে যেতে হলো ইউনিয়ন যুবলীগের এক সদস্যকে। পরে পুলিশ এসে আহত ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার মাছ ব্যবসায়ী জয় বিশ্বাস থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মৎস্যচাষী সুষেন বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস উপজেলা সদর বাজারে মাছ বিক্রি করে মঙ্গলবার ভোররাতে (৫টা) বাড়ি ফিরছিলেন। পথে গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী (বটতলা) এলাকায় পৌঁছালে রিপন মীর নামে এক যুবক পুলিশের পরিচয় দিয়ে তার ভ্যানের গতিরোধ করে। পরে তল্লাশির নামে জয় বিশ্বাসের মাছ বিক্রির ২১ হাজার ১০০ টাকা এবং একটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয়।
জয় বিশ্বাস চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে ধাওয়া দেয়। ছিনতাইকারী দলের অন্য দুইজন টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে গেলেও ইউনিয়ন যুবলীগের সদস্য হিসেবে পরিচিত সৈয়দ আরিফ ওরফে রিপন মীরকে ধরে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রিপন মীরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, রিপন মীরের বিরুদ্ধে আগেও ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সম্প্রতি একইভাবে পুলিশ সেজে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর আগে গত ১০ জুলাই ভোররাতে বাইপাস সড়কে মৎস্য ব্যবসায়ী শংকর হালদারকে জিম্মি করে ১১ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনতাই এবং ১৩ জুলাই বিল্বগ্রামে লাইজু বেগমের কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায়ও তার নাম উঠে এসেছে।
এ বিষয়ে জয় বিশ্বাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন বলে থানা সূত্র নিশ্চিত করেছে।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : অপূর্ব লাল সরকার
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল
Reporter Name 




























