বাগেরহাট | ১৫ জুলাই ২০২৫
বাগেরহাটে আমের ক্যারেটের আড়ালে কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা পাচারের চেষ্টা নস্যাৎ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ২০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) গভীর রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় বাসের বক্সের ভেতর থেকে কালো রঙের একটি আমের ক্যারেটের ভেতরে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
রোববার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, “সাতক্ষীরা এক্সপ্রেস নামে অভিযান চালিয়ে আমরা ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা জব্দ করেছি। আটক কালাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।”
আটক কালাম হোসেন সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গা এলাকার আব্দুল গফুরের ছেলে।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : কল্লোল আহমেদ
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল
Reporter Name 



























