রংপুর | ১৫ জুলাই ২০২৫
মাত্র ১৯ বছর বয়সেই চারটি বিয়ে! আর এই বিয়েই তার অর্থ উপার্জনের প্রধান মাধ্যম। কথা হচ্ছে রংপুরের বদরগঞ্জের সানজিদা আক্তার স্মৃতিকে নিয়ে, যিনি ষাটোর্ধ্ব কিংবা অন্তত পঞ্চাশোর্ধ্ব পুরুষদেরই পছন্দ করেন বর হিসেবে। সম্প্রতি এক ভুক্তভোগীর করা প্রতারণার মামলায় তাকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালঙ্কার-টাকা উধাও
মোহাম্মদ আলী (ছদ্মনাম) পেশায় ব্যবসায়ী। প্রথম স্ত্রী মারা যাওয়ার চার বছর পর পরিবারের চাপে গত ২১ মার্চ তিনি বিয়ে করেন সানজিদা আক্তার স্মৃতিকে। বিয়ের তিন মাসের মাথায় এক সন্ধ্যায় ঘর থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান সানজিদা। পরে স্বামীর ঠিকানায় পাঠান ডিভোর্স লেটার।
ভুক্তভোগী মোহাম্মদ আলী জানান, “বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। ভাইয়ের চাপে পড়েই বিয়েতে রাজি হয়েছিলাম। এখন পথে বসতে হবে ভাবিনি।”
মাসহ গ্রেপ্তার
কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার তদন্তে পুলিশ জানতে পারে, সানজিদার বিয়ের উদ্দেশ্য কখনোই সংসার করা নয়—শুধু অর্থ হাতানোই মূল লক্ষ্য। অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবীর জুয়েল জানান, এর আগেও তিন স্বামীর সাথেও একই কৌশলে প্রতারণা করেছেন তিনি।
চুরি করা টাকায় নতুন বাড়ি, নির্বাচনের প্রস্তুতি
পুলিশ জানায়, স্বামীর কাছ থেকে হাতিয়ে নেওয়া ১০ লাখ টাকায় রংপুরে নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন সানজিদা। আর তার মা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রতারণার সাথে জড়িত থাকায় সানজিদার মাকেও গ্রেপ্তার করা হয়েছে।
ভবিষ্যতে সাবধান হবার পরামর্শ
মোহাম্মদ আলীর অভিযোগ, স্ত্রীকে ঘরসংসারের জন্য বিশ্বাস করেছিলেন, তাই ব্যাংক লোন আর বাড়ি বন্ধক রেখে টাকা তুলেছিলেন। এখন তিনি নিঃস্ব হওয়ার পথে।
পুলিশের পরামর্শ, বিয়ের ক্ষেত্রে অবশ্যই পাত্র বা পাত্রী সম্পর্কে ভালোভাবে খোঁজ-খবর না নিয়ে কোনো সিদ্ধান্ত নয়, না হলে যে কেউ হতে পারেন এমন প্রতারণার শিকার।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : কল্লোল আহমদ
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল
Reporter Name 



























