ওল্ডহাম (যুক্তরাজ্য) | ১৫ জুলাই ২০২৫
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান অভিযোগ করেছেন, গত দেড় দশকে মৌলভীবাজারে তেমন কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, “তারা মৌলভীবাজারে ছিল চার খলিফা—একজন এমপি, একজন পৌরসভা চেয়ারম্যান, একজন জেলা পরিষদ চেয়ারম্যান এবং একজন উপজেলা চেয়ারম্যান। এরা সবাই রাতের ও ভুয়া ভোটে নির্বাচিত হয়ে লুটপাটে ব্যস্ত ছিল। এলাকায় কিছুই হয়নি, পকেটের উন্নয়ন ছাড়া।”
শনিবার রাতে যুক্তরাজ্যের ওল্ডহামে মৌলভীবাজার জেলার প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওল্ডহাম বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান কাইয়ুম। সঞ্চালনায় ছিলেন ওল্ডহাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ মো. রায়হান।
সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা অধ্যাপক জাকি মোস্তফা টুটুল, ওল্ডহাম বিএনপির নেতা প্রভাষক মহসিন চৌধুরী, মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাজুল জামান, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেন রুবেল, সাবেক সহ-প্রচার সম্পাদক শাহিন আহমেদ প্রমুখ।
‘সড়ক এখনো আগের অবস্থায়’
নাসের রহমান বলেন, “২০০৬ সালে বিএনপি সরকারের সময়ে মৌলভীবাজার-রাজনগর অঞ্চলে যে রাস্তাঘাট করেছি, তার অনেকগুলো এখনো আগের অবস্থায় পড়ে আছে। গ্রামীণ সড়কে বড় বড় গর্ত, মানুষের দুর্ভোগ শেষ নেই।”
তিনি আরও দাবি করেন, “গত সাড়ে পনেরো বছরে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ হারিয়ে গেছে, একসময় যে বিরোধী দল ছিল, এখন তারা কোথায় আছে কেউ জানে না।”
‘বিএনপি এলে অটোমেটিক উন্নয়ন’
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন ‘অটোমেটিক’ হবে। “কাউকে আলাদা করে বলতে হবে না, ইনশাআল্লাহ সব কাজ আপনা-আপনি হবে।”
শসশেরনগর বিমানবন্দর ও রেল যোগাযোগ
২০০৬ সালের মধ্যেই মৌলভীবাজার-রাজনগর অঞ্চলের অনেক অবকাঠামো উন্নয়ন সম্পন্ন করার দাবি করেন তিনি। নতুন করে শসশেরনগর বিমানবন্দর নির্মাণের কাজও দ্রুত শুরুর আশা প্রকাশ করেন। রেল যোগাযোগ উন্নয়নে শ্রীমঙ্গল বাইপাস সড়ক (৬.৫ কিমি) নির্মাণ প্রকল্প এবং শ্রীমঙ্গল-ঢাকা রুটে পর্যটকদের জন্য শাটল ট্রেন চালুর প্রস্তাবের কথাও জানান তিনি। “রেলপথ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্টাডি করছে,” বলেন নাসের রহমান।
প্রবাসীদের আহ্বান
তিনি জানান, প্রবাসী এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে সমন্বয় করে এলাকার উন্নয়নের জন্য তিনি কাজ করে যাবেন। “দেশে যদি গণতন্ত্র ফেরে, মৌলভীবাজারের উন্নয়নও আর আটকে থাকবে না,” মন্তব্য করেন সাবেক এই সংসদ সদস্য।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : মোঃ ইদ্রিস আলী
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল
Reporter Name 
























