রংপুর | ১৫ জুলাই ২০২৫ —
পৈতৃক সম্পত্তি নিয়ে দখলবাজির অভিযোগ
রংপুরের গংগাচড়া উপজেলার বড়াইবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে পৈতৃক পুকুর দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন প্রয়াত ব্যবসায়ী মো. ওয়াজেদ আলীর স্ত্রী ও তিন কন্যা। তাদের দাবি, স্কুলের পূর্ব পাশের পারিবারিক পুকুরটি অবৈধভাবে ভরাটের চেষ্টা চলছে প্রধান শিক্ষকের নির্দেশে।
ইউএনও’র হস্তক্ষেপ
জানা গেছে, বিশিষ্ট ব্যবসায়ী মো. ওয়াজেদ আলী চলতি বছরের ১৪ জুন মৃত্যুবরণ করেন। মৃত্যুর কিছুদিনের মধ্যেই প্রধান শিক্ষক আলমগীর হোসেন পুকুরে ড্রেজিংয়ের মাধ্যমে বালু ফেলে দখলের চেষ্টা শুরু করেন বলে অভিযোগ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
ইউএনও সরেজমিনে গিয়ে উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে ভরাট বন্ধের নির্দেশ দেন এবং প্রধান শিক্ষককে দায়ী সাব্যস্ত করেন বলে পরিবারটির দাবি। স্থানীয়রাও এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ভুয়া কাগজপত্রের অভিযোগ
অভিযোগ রয়েছে, ইউএনও’র নিষেধাজ্ঞা সত্ত্বেও শিক্ষক আলমগীর হোসেন নকল কাগজপত্র তৈরি করে ভুক্তভোগী পরিবারকে হয়রানি করছেন। মৃত ওয়াজেদ আলীর পরিবারের বক্তব্য, “পুকুরটি আমাদের পৈতৃক সম্পত্তি। কোনোদিন স্কুলের নামে লিখে দেওয়া হয়নি। অথচ স্কুলের ছত্রছায়ায় প্রধান শিক্ষক ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চাইছেন।”
রাজনৈতিক প্রভাবের অভিযোগ
স্থানীয়দের একাংশ বলছে, প্রধান শিক্ষক আলমগীর হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অনিয়মের সাথে জড়িত। সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদে এক আওয়ামী লীগ নেতাকে অর্থের বিনিময়ে বসানোর অভিযোগ নিয়েও বিতর্ক তৈরি হয়। এ নিয়ে বিএনপি ও জামায়াতপন্থী নেতাকর্মীরাও প্রতিবাদে সরব হয়েছেন।
শোকের মাঝেও লড়াই
ভুক্তভোগী পরিবার জানায়, “আমরা একমাত্র উপার্জনক্ষম অভিভাবক হারিয়ে শোকাহত। সেই সময়ে সম্পত্তি দখলের চেষ্টা অমানবিক। আমরা আইনগত পদক্ষেপ নেব।”
অভিযুক্তের বক্তব্য অনুপস্থিত
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। বক্তব্য পেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।
স্থানীয়দের আহ্বান
স্থানীয়রা মনে করেন, এমন স্পর্শকাতর ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে এ ধরনের অন্যায়ের পুনরাবৃত্তি বন্ধ হবে।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : কল্লোল আহমেদ
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল
Reporter Name 




























