1:21 pm, Sunday, 23 November 2025

সিলেটে কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণে অনিয়মের অভিযোগ পরিবহন মালিক সমিতির

  • Reporter Name
  • Update Time : 10:06:55 pm, Monday, 14 July 2025
  • 24 Time View

সিলেট | ১৩ জুলাই ২০২৫ —

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল অপরিকল্পিতভাবে নির্মাণ হওয়ায় টার্মিনালের অর্ধেকেরও বেশি গাড়ি রাস্তায় রাখতে হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ। নিম্নমানের কাজের কারণে নতুন টার্মিনালের অনেক অংশই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলেও দাবি করেন তারা।

রবিবার (১৩ জুলাই) সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের নতুন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহির।

পাথর কোয়ারি ও গাড়িভাড়া

সমিতির নেতারা পুনরায় পাথর কোয়ারি খুলে দিয়ে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো সচল করার দাবি জানান। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়িভাড়া সমন্বয়ের দাবিও তোলেন তারা। দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ ও হাইওয়ে রোডে ৭-৮ ঘণ্টা অন্তর বিশ্রামের ব্যবস্থা করার আহ্বান জানান।

দীর্ঘদিনের কার্যক্রম ও দাবি

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সাল থেকে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি জেলার সকল রোডের মালিকদের নিয়ে অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করছে। যানজট নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয়ে কাজের সফলতার কথাও তুলে ধরেন নেতারা।

তারা অভিযোগ করেন, রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা অদক্ষ চালক দিয়ে পরিচালিত হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বাসের আয়ুকাল ২০ বছর ও ট্রাকের ২৫ বছর নির্ধারণের বিরোধিতা করে তা বাতিলের দাবি জানান তারা। এছাড়া গাড়ির ফিটনেস সনদ বেসরকারি খাতে দেওয়ার প্রস্তাবকে ‘গভীর ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করেন এবং গণপরিবহনের উপর বর্ধিত ট্যাক্স ও যন্ত্রাংশের অস্বাভাবিক দাম প্রত্যাহারের আহ্বান জানান।

সভাপতির পক্ষে ব্যাখ্যা

সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদকে নিয়ে ‘তিনি কোনো গাড়ির মালিক নন’—এমন প্রচারণাকে মিথ্যা দাবি করা হয়। নেতারা বলেন, মাওলানা লোকমান আহমদ ২০০২-২০০৭ পর্যন্ত সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। পরে সিলেট আন্তঃজেলা চেয়ার কোচ ও বাস মালিক সমিতির সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

যানজট নিরসনে অবদান

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর টোল প্লাজা দুই লেন চালুর উদ্যোগ নিয়ে দীর্ঘ যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও তুলে ধরেন পরিবহন নেতারা।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদসহ সমিতির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com

প্রতিবেদক : মোঃ সালেহ আহমদ (স’লিপক)

সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

সিলেটে কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণে অনিয়মের অভিযোগ পরিবহন মালিক সমিতির

Update Time : 10:06:55 pm, Monday, 14 July 2025

সিলেট | ১৩ জুলাই ২০২৫ —

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল অপরিকল্পিতভাবে নির্মাণ হওয়ায় টার্মিনালের অর্ধেকেরও বেশি গাড়ি রাস্তায় রাখতে হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ। নিম্নমানের কাজের কারণে নতুন টার্মিনালের অনেক অংশই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলেও দাবি করেন তারা।

রবিবার (১৩ জুলাই) সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের নতুন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহির।

পাথর কোয়ারি ও গাড়িভাড়া

সমিতির নেতারা পুনরায় পাথর কোয়ারি খুলে দিয়ে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো সচল করার দাবি জানান। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়িভাড়া সমন্বয়ের দাবিও তোলেন তারা। দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ ও হাইওয়ে রোডে ৭-৮ ঘণ্টা অন্তর বিশ্রামের ব্যবস্থা করার আহ্বান জানান।

দীর্ঘদিনের কার্যক্রম ও দাবি

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সাল থেকে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি জেলার সকল রোডের মালিকদের নিয়ে অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করছে। যানজট নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয়ে কাজের সফলতার কথাও তুলে ধরেন নেতারা।

তারা অভিযোগ করেন, রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা অদক্ষ চালক দিয়ে পরিচালিত হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বাসের আয়ুকাল ২০ বছর ও ট্রাকের ২৫ বছর নির্ধারণের বিরোধিতা করে তা বাতিলের দাবি জানান তারা। এছাড়া গাড়ির ফিটনেস সনদ বেসরকারি খাতে দেওয়ার প্রস্তাবকে ‘গভীর ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করেন এবং গণপরিবহনের উপর বর্ধিত ট্যাক্স ও যন্ত্রাংশের অস্বাভাবিক দাম প্রত্যাহারের আহ্বান জানান।

সভাপতির পক্ষে ব্যাখ্যা

সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদকে নিয়ে ‘তিনি কোনো গাড়ির মালিক নন’—এমন প্রচারণাকে মিথ্যা দাবি করা হয়। নেতারা বলেন, মাওলানা লোকমান আহমদ ২০০২-২০০৭ পর্যন্ত সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। পরে সিলেট আন্তঃজেলা চেয়ার কোচ ও বাস মালিক সমিতির সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

যানজট নিরসনে অবদান

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর টোল প্লাজা দুই লেন চালুর উদ্যোগ নিয়ে দীর্ঘ যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও তুলে ধরেন পরিবহন নেতারা।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদসহ সমিতির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com

প্রতিবেদক : মোঃ সালেহ আহমদ (স’লিপক)

সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল