পটুয়াখালী | ১৪ জুলাই ২০২৫ —
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডসমূহের ন্যায়বিচার ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ।
রোববার (১৪ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ।
অপপ্রচার বন্ধের দাবি
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিএনপিকে পরিকল্পিতভাবে হেয় করা হচ্ছে। বক্তাদের ভাষ্য, একটি চক্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে ফায়দা লুটতে চাচ্ছে।
বক্তাদের বক্তব্য
ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো। বক্তৃতা দেন ইউট্যাব সাধারণ সম্পাদক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মো. জামাল হোসেন, সহযোগী অধ্যাপক ড. এ.বি.এম সাইফুল ইসলাম, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মো. আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক হাচিব মোহাম্মদ তুষার, ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি এবং জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের মো. মাহাবুব হোসেন।
প্রো-ভাইস চ্যান্সেলর ড. এস.এম হেমায়েত জাহান বলেন, ‘বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। একশ্রেণির কুচক্রী মহল এই দলকে বিতর্কিত করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।’
সভাপতির বক্তব্যে ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, ‘একটি গুপ্ত সংগঠন পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। পুলিশি তদন্তে দেখা গেছে, হত্যাকাণ্ড ব্যবসায়িক দ্বন্দ্বে হলেও সেটিকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।’
দাবি
বক্তারা সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : জাকির হোসেন হাওলাদার
সম্পাদনায় : সুমাইয়া/ তাবাসসুম/ মাহমুদুল
Reporter Name 



























