সিলেট | ১৩ জুলাই ২০২৫ —
যুক্তরাজ্য ফেরৎ মানসিক রোগে আক্রান্ত ছেলেকে নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সিলেটের জালালাবাদের মইয়ারচরের বাসিন্দা আবলুস মিয়া (তিতা শাহ)। ছেলের সুচিকিৎসা ও মানসিক শান্তির জন্য তাকে দ্রুত যুক্তরাজ্যে পাঠানোর আবেদন জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে পিতার আকুতি
রবিবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিতা শাহ জানান, তার তৃতীয় পুত্র আইন উদ্দিন যুক্তরাজ্যের নাগরিকত্ব পাননি, তবে তার স্ত্রী-সন্তানরা সেখানে আছেন। ছেলের চিকিৎসা ও পারিবারিক সান্নিধ্যই এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন তিনি।
তিতা শাহ জানান, মানসিক রোগে ভুগে ২০২৩ সালের ৩ জুলাই যুক্তরাজ্য থেকে দেশে ফেরে আইন উদ্দিন। দেশে ফিরে প্রথমে কিছুটা সুস্থ থাকলেও এখন স্ত্রীর ও সন্তানদের চিন্তায় আরও অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা নিতে চাইলেও ওষুধ খেতে রাজি হচ্ছে না। ভাঙচুর ও অস্বাভাবিক আচরণে পরিবারের অন্য সদস্যরাও আতঙ্কে আছেন।
‘ছেলেকে নিরাপদে যুক্তরাজ্যে পাঠান’
সংবাদ সম্মেলনে তিতা শাহ জানান, তিনি ও তার স্ত্রী অসুস্থ ছেলেকে নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন। দ্রুত আইন উদ্দিনকে যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়ার জন্য ব্রিটিশ সরকার, ঢাকাস্থ যুক্তরাজ্য দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : মোঃ সালেহ আহমদ (স’লিপক)
সম্পাদনায় : মাহমুদুল/ সুমাইয়া/ তাবাসসুম
Reporter Name 


























