কিশোরগঞ্জ | ১২ জুলাই ২০২৫ —
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে এক পরিবারের জন্য। ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে প্রাণ হারানো বড় বোনের মৃত্যুর ১৯ ঘণ্টা পর উদ্ধার হলো নিখোঁজ ছোট বোন ফারিয়া রহমান নীহার (৯)-এর মরদেহও।
শনিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে ভেসে ওঠে শিশুটির নিথর দেহ। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেটি উদ্ধার করে।
এর আগে শুক্রবার (১১ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে স্বজনদের নিয়ে বিনোদনের আশায় ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়েছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমান, তার স্ত্রী নীপা আক্তার এবং দুই কন্যা—কাশ্মীরা রহমান নীলা (১৭) ও ফারিয়া রহমান নীহার (৯)। ছোট্ট একটি ডিঙি নৌকায় চেপে নদে আনন্দ ভ্রমণে নামেন তারা।
কিন্তু আনন্দের সেই নৌকা হঠাৎই উল্টে যায় উত্তাল স্রোতে। সবাই পানিতে পড়ে গেলে স্থানীয়রা তৎক্ষণাৎ মা-বাবাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও বড় মেয়ে কাশ্মীরা ঘটনাস্থলেই প্রাণ হারায়। নিখোঁজ থাকে ছোট মেয়ে ফারিয়া।
কাশ্মীরা গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। আর ফারিয়া কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত।
ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চেষ্টার পরও ছোট শিশুটির কোনো খোঁজ মেলেনি।
অবশেষে শনিবার সকাল থেকে পুনরায় তল্লাশি শুরু হয়। দুপুরের দিকে নদীর স্রোতে ভেসে ওঠে নীহার নিথর দেহ—বড় বোনের পর এবার ছোট বোনকেও হারাল শোকে বিহ্বল পরিবারটি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ খালিদ বলেন, ‘নৌকাডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ডুবুরি দল পাঠানো হয়েছিল। টানা চেষ্টার পর আজ নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’
দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকাটি নদীপাড়ের শিশু-কিশোরদের কাছে একসময় আনন্দঘন ভ্রমণের জায়গা ছিল। অথচ সেই আনন্দময় স্থানই এখন এক পরিবারের জন্য দুঃখ আর শোকের নামান্তর। সারা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
সম্পাদনায় : সুমাইয়া ইসলাম/ তাবাসসুম/ মাহমুদুল হাসান
Reporter Name 






















