ডেস্ক রিপোর্ট | ১১ জুলাই ২০২৫ —
উড়ো ফোনকলের মাধ্যমে বোমা থাকার গুজবে উড্ডয়ন মুহূর্তে থামিয়ে দেওয়া হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইটটি। শুক্রবার বিকেল ৪টা ২৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ট্যাক্সি করছিল বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি, যাতে ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, বোমার খবর পেয়ে দ্রুত ফ্লাইটটি থামিয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল, এভসেক, বিমান বাহিনী ও এপিবিএন-এর ডগ স্কোয়াড তল্লাশি অভিযান চালায়। প্রায় ঘণ্টাব্যাপী তল্লাশিতে কোনো বিস্ফোরক মেলেনি। পরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে ফ্লাইটটি পুনরায় গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও ড. সাফিকুর রহমান বলেন, “বোমার গুজবে আতঙ্ক ছড়ালেও কোনো ঝুঁকি ছিল না। যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
বেসামরিক বিমান চলাচল বিশেষজ্ঞ ক্যাপ্টেন মাহমুদ হাসান বলেন,
“এ ধরনের উড়ো হুমকিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না। যাত্রী ও ক্রুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক নিয়ম মেনে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। গুজব রটনাকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে না পারে।”
সূত্র : সমকাল
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
সম্পাদনায় : সুমাইয়া ইসলাম/ তাবাসসুম/ মাহমুদুল
Reporter Name 



























