বাগেরহাট। ৫ জুলাই ২০২৫- বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে ১৫-২০ জনের মুখোশধারী ডাকাতদল কারখানায় ঢুকে নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। প্রায় ৮ ঘণ্টা ধরে চলে লুটপাট। ডাকাতরা অ্যালুমিনিয়াম বার ১৫ টন, তামার তার আড়াই টন ও বৈদ্যুতিক তার এক টন—সব মিলিয়ে এক কোটি ২ লাখ ১০ হাজার টাকার মালামাল লুটে নেয় দুটি ট্রাকে করে।
গুদাম থেকে সব মালামাল লোড করে ডাকাত দল ভোর ৪টার দিকে চলে যায়। পরে নিরাপত্তাকর্মীরা বাঁধন খুলে কারখানা কর্তৃপক্ষকে খবর দেয়।
হ্যামকো গ্রুপের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, ছুটির কারণে কারখানায় লোকজন কম থাকায় ডাকাতরা সহজেই ঢুকে পড়ে। নিরাপত্তার দায়িত্বে থাকা ৭ জন প্রহরী ও ৪ শ্রমিককে বেঁধে রাখা হয়েছিল।
ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।”
নিরাপত্তা বিশ্লেষক লে. কর্নেল (অব.) মাহবুবুল আলম বলেন, “একটি শিল্পপ্রতিষ্ঠানে এত বড় অঙ্কের কাঁচামাল থাকলেও সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা বড় প্রশ্ন। যদি ছিল না, তাহলে এটি ব্যবস্থাপনাগত গাফিলতি। এতো বড় স্থাপনায় দীর্ঘ ৮ ঘণ্টা ডাকাতদল অবস্থান করবে আর কোনো আলামত থাকবে না—এটি রহস্যজনক। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করতে হবে। এমন ঘটনা যেন আর না ঘটে, তার জন্য প্রতিষ্ঠানে অত্যাধুনিক সিসিটিভি, পর্যাপ্ত আলোকসজ্জা ও প্রতিনিয়ত রাউন্ড দিচ্ছে এমন সশস্ত্র নিরাপত্তা টিম থাকা আবশ্যক।”
রূপান্তর সংবাদ-এ প্রতিনিধি হোন!
বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান: E-mail : rupantorsongbad@gmail.com
প্রতিবেদক : আব্দুল্লাহ হাসান
সম্পাদনায় : মাহমুদুল/ আসমা/ তাবাসসুম
Reporter Name 

























