2:54 pm, Sunday, 23 November 2025

প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায়: তরুণীসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : 06:39:27 pm, Thursday, 26 June 2025
  • 24 Time View

ঢাকা, ২৬ জুন ২০২৫:
ঢাকার সাভারের আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে এক যুবককে জিম্মি করে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক তরুণীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মুন্সিরচর গিমাডাঙ্গা এলাকার ইয়াছিন শেখ (২৫) এবং মাগুরার শিমুলিয়া এলাকার সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার (২৫)। তাঁরা আশুলিয়ার শিমুলতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ঘটনার বিবরণ:

মামলার বাদী (২৫) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পেচুয়াধারা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর মিরপুরে বসবাস করেন।
পুলিশ জানায়, কিছুদিন আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে বাদীর সঙ্গে সুমির পরিচয় হয়। পরে সুমি তাঁকে আশুলিয়ার জামগড়া এলাকায় দেখা করতে বলেন।
গত ২০ জুন রাত ৯টার দিকে তিনি সেখানে পৌঁছান। সুমির কথামতো চিত্রাশাইল এলাকার একটি তিনতলা ভবনের ছাদে গেলে, আগে থেকে ওত পেতে থাকা ইয়াছিন ও সুমি তাঁকে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করেন এবং ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।

জিম্মি থাকা অবস্থায় তাঁরা বাদীর কাছ থেকে ১২ হাজার ৭০০ টাকা নগদ, একটি আইফোন, ইস্টার্ন ব্যাংকের একটি এটিএম কার্ড ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেন। পরে ভুক্তভোগী ২৫ জুন আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন,

“গ্রেপ্তারকৃতরা পেশাদার প্রতারক। তাঁরা প্রেমের সম্পর্কের আড়ালে মানুষকে ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায় করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এ ধরনের একাধিক ঘটনার কথা স্বীকার করেছেন।”

পুলিশ জানিয়েছে, অভিযানে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায়: তরুণীসহ গ্রেপ্তার ২

Update Time : 06:39:27 pm, Thursday, 26 June 2025

ঢাকা, ২৬ জুন ২০২৫:
ঢাকার সাভারের আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে এক যুবককে জিম্মি করে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক তরুণীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মুন্সিরচর গিমাডাঙ্গা এলাকার ইয়াছিন শেখ (২৫) এবং মাগুরার শিমুলিয়া এলাকার সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার (২৫)। তাঁরা আশুলিয়ার শিমুলতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ঘটনার বিবরণ:

মামলার বাদী (২৫) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পেচুয়াধারা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর মিরপুরে বসবাস করেন।
পুলিশ জানায়, কিছুদিন আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে বাদীর সঙ্গে সুমির পরিচয় হয়। পরে সুমি তাঁকে আশুলিয়ার জামগড়া এলাকায় দেখা করতে বলেন।
গত ২০ জুন রাত ৯টার দিকে তিনি সেখানে পৌঁছান। সুমির কথামতো চিত্রাশাইল এলাকার একটি তিনতলা ভবনের ছাদে গেলে, আগে থেকে ওত পেতে থাকা ইয়াছিন ও সুমি তাঁকে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করেন এবং ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।

জিম্মি থাকা অবস্থায় তাঁরা বাদীর কাছ থেকে ১২ হাজার ৭০০ টাকা নগদ, একটি আইফোন, ইস্টার্ন ব্যাংকের একটি এটিএম কার্ড ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেন। পরে ভুক্তভোগী ২৫ জুন আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন,

“গ্রেপ্তারকৃতরা পেশাদার প্রতারক। তাঁরা প্রেমের সম্পর্কের আড়ালে মানুষকে ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায় করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এ ধরনের একাধিক ঘটনার কথা স্বীকার করেছেন।”

পুলিশ জানিয়েছে, অভিযানে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।