১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ছেয়ে গেছে জোবাইদা রহমানের পোস্টার, ব্যানার ও ফেস্টুন

  • এম আহমদ আলী
  • ১০:৪১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৫৯৪০ Time View

সিলেট: সিলেট নগর জুড়ে চেয়ে গেছে জোবাইদা রহমানের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল দেখা দিয়েছে।

নগরীরর মোড়ে মোড়ে লাগানো হয়েছে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে। হঠাৎ করে কেনই বা পোস্টার, ব্যানার ও ফেস্টুনে চেয়ে গেলো। কারা এই এগুলো করছে? পোস্টার সাটানোই বা হলো কার নির্দেশে। এই পোস্টার কি দলীয় সিগন্যাল নিশ্চিত করলো-নাকি ঘটনার মোড় অন্যভাবে ঘুড়িয়ে দিতেই এমন প্রচেষ্টা। যদি এই ঘটনা সিলেটের রাজনীতির প্রেষ্টিজ ইস্যুকে প্রতিষ্টা করার জন্য হয়ে থাকে, তাহলে হিসেব মিলানো খুবই সহজ। এই সহজ হিসেবের অংক যিনি কষছেন, তিনি কে ? এমন প্রশ্ন সিলেটের বিএনপি দলীয় নেতাকর্মীদের মুখে মুখে। বিশেষ করে সিলেটের বিএনপি দলীয় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সম্প্রতি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যুক্তরাজ্য সফর শেষেই এমন পোস্টার এখন বেশি করে আলোচিত হচ্ছে। দলীয় নেতাকর্মীদের প্রশ্ন- সিলেট-১ আসনে কী কাঙ্খিত প্রার্থীতা পাচ্ছেন না আরিফুল হক? যুক্তরাজ্যে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের সাথে সাক্ষাতকালে হয়তোবা তেমন ইঙ্গিতই পেয়েছেন তিনি। যে কারণে হিসেব পাল্টে দিতেই সিলেট-১ আসনে তারেক পত্নী ডা. জুবাইদা রহমানকে দেখতে চাই-এমন পোস্টারের আবির্ভাব। তাছাড়া, পোস্টারে কারো নাম উল্লেখ নেই, নেই কোন সংগঠন বা ব্যক্তির পরিচয়। এমনকি প্রচারে কারা-সেটিরও উল্লেখ নেই। ফলে পোস্টারকে কেন্দ্র করে ভেসে বেড়াচ্ছে একাধিক প্রশ্ন।

যেভাবে সন্দেহ >
পোস্টার দেখে সন্দেহের ডাল-পালা যখন বিস্তৃত হচ্ছিল, ঠিক সেই সময়ে বিষয়টি আরো পরিস্কার করে দিলেন, সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান। তিনি ১৫ মে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। সেখানে তিনি পোস্টার সাটানোর বিষয়টি নিশ্চিত করে লিখেন, পোস্টার যিনি লাগিয়েছেন, তারা বিএনপির অন্যতম উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর গাড়ি চালক কামরুল এর লোকজন। অতএব হিসেব অনেকটা পরিস্কার।

ফেসবুক পোস্টে যা লিখেন তারেক আহমদ খান >
তারেক আহমদ খান লিখেন, ‘সিলেটের গর্ব ডা: জোবায়দা রহমান প্রার্থী হলে দলের কারোই আপত্তি থাকার কথা না, বরং খুশি হওয়ার কথা। কিন্তু এই কার সৌজন্যে লাগানো হলো সেটা অন্তত লেখা থাকলে ভালো ছিল, নাকি সরাসরি কেন্দ্র থেকে প্রচারিত। ছাপা কে করিয়েছেন জানা না গেলেও লাগিয়েছেন বিএনপির অন্যতম উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর ড্রাইভার কামরুল এর লোকজন !

Tag :

সিলেটে ছেয়ে গেছে জোবাইদা রহমানের পোস্টার, ব্যানার ও ফেস্টুন

১০:৪১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

সিলেট: সিলেট নগর জুড়ে চেয়ে গেছে জোবাইদা রহমানের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল দেখা দিয়েছে।

নগরীরর মোড়ে মোড়ে লাগানো হয়েছে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে। হঠাৎ করে কেনই বা পোস্টার, ব্যানার ও ফেস্টুনে চেয়ে গেলো। কারা এই এগুলো করছে? পোস্টার সাটানোই বা হলো কার নির্দেশে। এই পোস্টার কি দলীয় সিগন্যাল নিশ্চিত করলো-নাকি ঘটনার মোড় অন্যভাবে ঘুড়িয়ে দিতেই এমন প্রচেষ্টা। যদি এই ঘটনা সিলেটের রাজনীতির প্রেষ্টিজ ইস্যুকে প্রতিষ্টা করার জন্য হয়ে থাকে, তাহলে হিসেব মিলানো খুবই সহজ। এই সহজ হিসেবের অংক যিনি কষছেন, তিনি কে ? এমন প্রশ্ন সিলেটের বিএনপি দলীয় নেতাকর্মীদের মুখে মুখে। বিশেষ করে সিলেটের বিএনপি দলীয় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সম্প্রতি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যুক্তরাজ্য সফর শেষেই এমন পোস্টার এখন বেশি করে আলোচিত হচ্ছে। দলীয় নেতাকর্মীদের প্রশ্ন- সিলেট-১ আসনে কী কাঙ্খিত প্রার্থীতা পাচ্ছেন না আরিফুল হক? যুক্তরাজ্যে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের সাথে সাক্ষাতকালে হয়তোবা তেমন ইঙ্গিতই পেয়েছেন তিনি। যে কারণে হিসেব পাল্টে দিতেই সিলেট-১ আসনে তারেক পত্নী ডা. জুবাইদা রহমানকে দেখতে চাই-এমন পোস্টারের আবির্ভাব। তাছাড়া, পোস্টারে কারো নাম উল্লেখ নেই, নেই কোন সংগঠন বা ব্যক্তির পরিচয়। এমনকি প্রচারে কারা-সেটিরও উল্লেখ নেই। ফলে পোস্টারকে কেন্দ্র করে ভেসে বেড়াচ্ছে একাধিক প্রশ্ন।

যেভাবে সন্দেহ >
পোস্টার দেখে সন্দেহের ডাল-পালা যখন বিস্তৃত হচ্ছিল, ঠিক সেই সময়ে বিষয়টি আরো পরিস্কার করে দিলেন, সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান। তিনি ১৫ মে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। সেখানে তিনি পোস্টার সাটানোর বিষয়টি নিশ্চিত করে লিখেন, পোস্টার যিনি লাগিয়েছেন, তারা বিএনপির অন্যতম উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর গাড়ি চালক কামরুল এর লোকজন। অতএব হিসেব অনেকটা পরিস্কার।

ফেসবুক পোস্টে যা লিখেন তারেক আহমদ খান >
তারেক আহমদ খান লিখেন, ‘সিলেটের গর্ব ডা: জোবায়দা রহমান প্রার্থী হলে দলের কারোই আপত্তি থাকার কথা না, বরং খুশি হওয়ার কথা। কিন্তু এই কার সৌজন্যে লাগানো হলো সেটা অন্তত লেখা থাকলে ভালো ছিল, নাকি সরাসরি কেন্দ্র থেকে প্রচারিত। ছাপা কে করিয়েছেন জানা না গেলেও লাগিয়েছেন বিএনপির অন্যতম উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর ড্রাইভার কামরুল এর লোকজন !