বড়লেখা, মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় শাহবাজপুর-থানাবাজার সড়ক বেহাল।সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে যান চলাচল ঝুঁকিপূর্ণ ও
বড়লেখা, মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় শাহবাজপুর-থানাবাজার সড়ক বেহাল।
সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে যান চলাচল ঝুঁকিপূর্ণ ও দুর্ভোগ বাড়ছে।
স্থানীয়রা বহুবার সংস্কারের দাবি জানিয়েছে। কিন্তু এখনো কাজ হয়নি।
বুধবার (২১ মে) বিকেলে শাহবাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগণ ও শ্রমিকরা অংশ নেয়। তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।
শাহবাজপুর-থানাবাজার সড়কটি বড়লেখা ও বিয়ানীবাজারের সংযোগ পথ। এটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে। কয়েক বছর ধরে সড়ক মেরামত হয়নি। ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেড়েছে।
মানববন্ধনে বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। তারা সড়ক দ্রুত সংস্কারের জন্য সরকারের কাছে আহ্বান জানান।
স্থানীয়রা আশাবাদী, তাদের দাবি শীঘ্রই পূরণ হবে।
সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেয়া হচ্ছে। আগ্রহীরা দ্রুত ই-মেইল এ আপনার সিভি পাঠান—- E-mail: rupantorsongbad@gmail.com, Call : 01711 934358
শাহবাজপুর পূর্ববাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা মো. ছাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মুজিব রাজা চৌধুরী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক কাওছার হামিদ ছুন্নাহ, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ইমদাদুর রহমান, শ্রমিক নেতা নজির উদ্দীন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলিম উদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ইসলামি ছাত্র শিবিরের বড়লেখা উত্তর শাখার সাধারণ সম্পাদক হানজালা আহমদ, শাহবাজপুর কলেজ শিবিরের সভাপতি আবুল আজাদ সাজু প্রমুখ।
– মেহেদী/ সালেহ/ মাহিন
COMMENTS