মিনারা আজমী, ২২ মে: মৌলভীবাজার সদরে এক আবেগঘন বিদায় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মন্ডলের অবসর উপ
মিনারা আজমী, ২২ মে: মৌলভীবাজার সদরে এক আবেগঘন বিদায় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মন্ডলের অবসর উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বুধবার (২১ মে) দুপুর ১২টায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠানটি হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয় বিদায়ী সংবর্ধনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার রাশিদা আক্তার।
সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেয়া হচ্ছে। আগ্রহীরা দ্রুত ই-মেইল এ আপনার সিভি পাঠান—- E-mail: rupantorsongbad@gmail.com, Call : 01711 934358
বিদ্যালয়ের সহ-শিক্ষক আব্দুল মোতালিব অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আভা বড়াল।
বিদায়ী বক্তব্য দেন শিখা রানী মন্ডল নিজেও। এছাড়াও বক্তব্য দেন এসএমসি’র সাবেক সভাপতি রুমেল আহমদ, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম খোকন এবং আহমেদ ময়নু।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকের উদ্দেশে মানপত্র পাঠ করে। পরিশেষে শিখা রানী মন্ডলের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সবার মুখে ছিলো কৃতজ্ঞতা আর ভালোবাসার স্মৃতি।
– মেহেদী/ সালেহ/ মিনারা
COMMENTS