বৃটিশ বাংলাদেশি ডাক্তারের সাফল্যে গর্বিত দেউল গ্রাম

Homeসর্বশেষসিলেট

বৃটিশ বাংলাদেশি ডাক্তারের সাফল্যে গর্বিত দেউল গ্রাম

এম আহমদ আলী, বিশেষ প্রতিবেদক, ১৫ মে, ২০২৫: সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউল গ্রামের রফিশুক্কুর তাল্লুক পরিবারের সন্তান ডাক্তার ওমর শাফি পিএইচডি ডিগ্রি

নারায়ণগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
পরীক্ষার হলে ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দিচ্ছেন শিক্ষক
জয়পুরহাটে মুসলিম সমাজ ও নারী সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠক

এম আহমদ আলী, বিশেষ প্রতিবেদক, ১৫ মে, ২০২৫: সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউল গ্রামের রফিশুক্কুর তাল্লুক পরিবারের সন্তান ডাক্তার ওমর শাফি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বৃটিশ বাংলাদেশিদের মধ্যে এই সম্মান পেলেন। ওমর শাফি ছিলেন রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিনের ছোট ছেলে।

ডাক্তার ওমর শাফি বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টর এ্যাট ডিগ্রি অর্জন করেন। প্রফেসর ক্যাথি আরমারের তত্ত্বাবধানে তিনি পড়াশোনা করেছেন।

১৫ মে লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে মা-বাবা ও ভাইবোনরা উপস্থিত ছিলেন।

হেড অব ফ্যাকাল্টি ডিগ্রি প্রাপ্তিদের উদ্দেশ্যে বলেন, “এখন সময় সমাজে অবদান রাখার।”

মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, “আমার ছেলের এই অর্জনে আমি গর্বিত।” তাঁরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দেউল গ্রামবাসী ও আত্মীয়স্বজনও তাকে অভিনন্দন জানিয়েছেন।

ডাক্তার ওমর শাফির সফলতা বৃটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়। তাঁর ভবিষ্যৎ সফলতা কামনা করছে সবাই।

– মেহেদী/সালেহ/আলী

Share news

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: