বাংলাদেশে নদীভাঙনে ধ্বংসের মুখে রামনা বন্দর ও বাজার

Homeসারাদেশসর্বশেষ

বাংলাদেশে নদীভাঙনে ধ্বংসের মুখে রামনা বন্দর ও বাজার

শাহ্ মুহাম্মদ শাফি উদ্দিন, বরিশাল, বাংলাদেশ – ২২ মে, ২০২৫: বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নদীভাঙন বিপর্যয়কর রূপ নিয়েছে। মাত্র পাঁচ বছরের ব্যবধানে বিষখালী নদ

যুব সমাজের উদ্যোগে জীবন ফিরল রাস্তায়
সখীপুরে প্রতারণার দায়ে এক নারী আটক
বৃটিশ বাংলাদেশি ডাক্তারের সাফল্যে গর্বিত দেউল গ্রাম

শাহ্ মুহাম্মদ শাফি উদ্দিন, বরিশাল, বাংলাদেশ – ২২ মে, ২০২৫: বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নদীভাঙন বিপর্যয়কর রূপ নিয়েছে।
মাত্র পাঁচ বছরের ব্যবধানে বিষখালী নদীর ভাঙনে বিলীন হতে চলেছে বরগুনার রামনা লঞ্চঘাট ও বাজার। এই জনপদ এক সময় ছিল একটি ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র।

প্রতিদিন হাজারো মানুষ এখানে যাতায়াত করতো। কৃষকরা ফসল বিক্রি করতেন, জেলেরা মাছ আনতেন, ব্যবসায়ীরা চালাতেন দোকান। এখন সেই চিত্র কেবল স্মৃতি।

ভাঙন শুরু হয় ২০১৭ সালে। শেষ দুই বছরে এর ভয়াবহতা বেড়ে যায়। শত শত দোকান, ঘরবাড়ি এবং প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়েছে।

অনেক ব্যবসায়ী এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। যারা এখনও রয়ে গেছেন, তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ী জলিল মিয়া বলেন, “৪০ বছর ধরে এই বাজারে আছি। চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে।”
গৃহবধূ ফাতেমা বেগম বলেন, “আমার সব স্বপ্ন নদীতে গেছে। সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে আছি।”

এক শিক্ষার্থী জানায়, “স্কুল নদীর ধারে। যে কোনো দিন ভেঙে যেতে পারে।”

জনগণের আকুল আবেদন, “জনপদ বাঁচান, জীবন বাঁচান।” তাদের দাবি, শুধু সাময়িক নয়, স্থায়ী সমাধান দরকার। নদী শাসনের মাধ্যমে রামনাকে রক্ষা করতে হবে।

পরিবেশবিদরা বলছেন, অপরিকল্পিত বালু উত্তোলন ও নদীর গতি পরিবর্তনের কারণে ভাঙন বেড়েছে। তারা সরকারের ত্বরিত হস্তক্ষেপ কামনা করছেন।

রামনা বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি হাজারো মানুষের জীবিকার উৎস। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, রামনা মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।

– মেহেদী/ সালেহ/ শাফি

Share news

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: