সাতক্ষীরা: জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কা
সাতক্ষীরা: জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।
বক্তারা সাতক্ষীরার উন্নয়নের জন্য বিভিন্ন দাবি তুলে ধরেন। নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন দ্রুত চালুর দাবি করা হয়। জলাবদ্ধতা কমাতে খাল খনন ও দখলমুক্ত করার কথা বলা হয়।
কামালনগর ও রসুলপুর কবরস্থান সংকুলান জরুরি দাবি করা হয়। বিনেরপোতা থেকে আশাশুনি সড়ক উন্নয়নের দাবি ওঠে।
সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেয়া হচ্ছে। আগ্রহীরা দ্রুত ই-মেইল এ আপনার সিভি পাঠান—- E-mail: rupantorsongbad@gmail.com
সাতক্ষীরার হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি জানানো হয়। সাতক্ষীরা জেলাকে এ গ্রেডে উন্নীত করার দাবী জানানো হয়। তালা উপজেলার পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়।
সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালুর দাবি উঠে এসেছে। সুন্দরবন রেঞ্জে পর্যটন উন্নয়ন ও মোটেল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়।
বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়ীবাঁধ ভাঙ্গনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। দ্রুত টেকসই বেড়ীবাঁধ নির্মাণের দাবি জানানো হয়।
সাতক্ষীরা পৌরসভার ড্রেনেজ ও পানির ব্যবস্থা উন্নত করার দাবি করা হয়। রাস্তা সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের কথাও বলা হয়।
স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে প্রদান করা হয়। এতে সাতক্ষীরার মানুষের জন্য উন্নয়নের দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
– মেহেদী/ সালেহ/ আনিছুর রহমান
COMMENTS