মিনারা আজমী, ২২ মে: মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন চাঞ্চল্য। হাজীপুর ইউনিয়ন পরিষদে রাখা একটি জব্দ প্রাইভেট কার থেকে চুরি গেছে ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার।
মিনারা আজমী, ২২ মে: মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন চাঞ্চল্য।
হাজীপুর ইউনিয়ন পরিষদে রাখা একটি জব্দ প্রাইভেট কার থেকে চুরি গেছে ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার।
গাড়িটি স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়।
পরে পুলিশ তা ইউপি কার্যালয়ের জিম্মায় রাখে।
গাড়িটি ছিল ইউনিয়ন পরিষদের বাউন্ডারির ভেতরে।
সাম্প্রতিক সময়ে দেখা যায়, গাড়িতে আর কিছু নেই।
শুধু খালি বডি পড়ে আছে।
গ্যাস সিলিন্ডার, ইঞ্জিনসহ মূল্যবান যন্ত্রপাতি গায়েব।
স্থানীয়রা বলছেন, এটি প্রশাসনিক গাফিলতি।
ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ঈদের ছুটিতে চুরি হয়েছে যন্ত্রাংশ।
পুলিশকে জানানো হয়েছে।
তিনি বলেন, “দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
কুলাউড়া থানার ওসি বলেন, “ঘটনার খোঁজ নেওয়া হচ্ছে।”
– মেহেদী / সালেহ/ মিনারা
COMMENTS