ডেস্ক রিপোর্ট: সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিক এর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট রত্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টি এইচ এম জাহাঙ্গীর।
টি এইচ এম জাহাঙ্গীর, খন্দকার আব্দুল মালিক এর জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন একটি WhatsApp গ্রুপে। তাহা, তুলে ধরা হলো।
খন্দকার আব্দুল মালিক ১৯২০ সালে ব্রিটিশ ভারতের আসামের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন: বিএনপি’র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও সিলেট বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম মরহুম খন্দকার আব্দুল মালিক। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৮ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম ও ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
খন্দকার আব্দুল মালিক সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রতিষ্ঠা কালিন ১৯৬৬ সালে থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ১২ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি ১৯৮৩ সাল থেকে ৩০ মার্চ ১৯৮৬ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
পারিবারিক জীবন: তার ভাই খন্দকার আব্দুল জলিল পূর্ব পাকিস্তানের এমপিএ (সংসদ সদস্য) ছিলেন। তাঁর কনিষ্ঠ পূত্র ছেলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। খন্দকার আব্দুল মুক্তাদির ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ঐক্য ফ্রন্টের প্রার্থী ছিলেন। এবং খন্দকার আব্দুল মালিকের আরও ১ ছেলে ৪ কন্যা সন্তান রয়েছে ।
মৃত্যু: খন্দকার আব্দুল মালিক ২০০৪ সালের ৯ মে মৃত্যুবরণ করেন।
সম্পাদনায় : সালেহ/ আসমা/ জাহাঙ্গীর