কিশোরগঞ্জের মনু মিয়ার পাশে দাঁড়াতে চান নাছির উদ্দিন

Homeসর্বশেষজীবনযাপন

কিশোরগঞ্জের মনু মিয়ার পাশে দাঁড়াতে চান নাছির উদ্দিন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম, ২২ মে: কিশোরগঞ্জের ইটনার বাসিন্দা মনু মিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ৬৭ বছর বয়সী এই মানুষটি জীবনভর নিঃস্বার্থভাবে কবর খুঁড়েছে

বন্যা আতঙ্কে কুলাউড়ার ৪ ইউনিয়নের মানুষ
কুমিল্লায় সুমাইয়া হজ্ব কাফেলা এর হজ্ব ও উমরা প্রশিক্ষন অনুষ্ঠিত
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ, পত্রিকা কার্যালয়ে হামলা

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম, ২২ মে: কিশোরগঞ্জের ইটনার বাসিন্দা মনু মিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ৬৭ বছর বয়সী এই মানুষটি জীবনভর নিঃস্বার্থভাবে কবর খুঁড়েছেন। বিনা পারিশ্রমিকে তিনি খুঁড়েছেন ৩ হাজারেরও বেশি কবর।

গত ১৪ মে থেকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। এ সময় তার প্রিয় লাল ঘোড়াটি হয়ে পড়ে অভিভাবকহীন। এই সুযোগে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ঘোড়াটিকে হত্যা করে।

ঘটনাটি মনু মিয়ার হৃদয়ে গভীর কষ্ট দেয়। তিনি ঘোড়াটিকে সঙ্গী করেই কবর খুঁড়তে যেতেন।

সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেয়া হচ্ছে। আগ্রহীরা দ্রুত ই-মেইল এ আপনার সিভি পাঠান—- E-mail: rupantorsongbad@gmail.com, Call : 01711 934358

ঘটনা জানার পর সাহায্যের হাত বাড়ান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। তিনি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান।

নাছির উদ্দিন মনু মিয়ার জন্য আরেকটি লাল ঘোড়া উপহার দিতে চেয়েছিলেন। এজন্য তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় ছুটে যান মনু মিয়ার সঙ্গে দেখা করতে।

তবে মনু মিয়া ঘোড়া নিতে অস্বীকৃতি জানান। তিনি জানান, তার ইচ্ছা ওমরা হজে যাওয়ার।

নাছির উদ্দিন বলেন, মনু মিয়ার ইচ্ছার প্রতি সম্মান জানাই। তিনি সুস্থ হয়ে সিদ্ধান্ত নিলে ফাউন্ডেশন তার ওমরা যাত্রার ব্যবস্থা করবে।

ঘোড়াটির মরদেহ গত শুক্রবার মিঠামইনের হাশিমপুরে একটি মাদ্রাসার পাশে পানিতে পাওয়া যায়। ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া।

মনু মিয়া শুধু একজন কবর খননকারী নন, তিনি হাওরবাসীর এক নিঃস্বার্থ মানবদরদি। আজ তার পাশে দাঁড়িয়েছে সমাজের আরেক মানবিক হাত।

– মেহেদী/ সালেহ/জিয়াউর

Share news

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: