নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৪ এর পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার (১০ মে) বিকাল সোয়া ৪টায় উপজেলার আদমপুর তেতইগাঁওস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠানে অয়েকপম ফাউন্ডেশনের উপদেষ্টা এল. জয়ন্ত কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন।
অয়েকপম ফাউন্ডেশনের পরিচালক কবি অয়েকপম অঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দীন, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল. ইবুংহাল সিংহ শ্যামল।
অতিথিরা তাদের বক্তব্যে অয়েকপম ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন একটি আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও উৎসাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে তিনটি বিভাগের মোট ৪৫ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। শুরুতে অয়েকপম ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সর্গীয় রাজ কিশোর সিংহ ও তাঁর সর্গীয় সহমর্মিনির জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বৃত্তি প্রদান উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘মিৎয়েং’ এর মোড়ক উন্মোচন করা হয়।
সকলের সার্বিক সহযোগিতায় ফাউন্ডশনের আগামী পথচলা আরো সুন্দর ও সফলতা পাবে বলে উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদনায়ঃ সালেহ/আসমা/মিনারা