মিনারা আজমী, নিজস্ব প্রতিবেদক:
প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার প্রদান ও লেখক সম্মিলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত লেখকদের এ মিলনমেলায় সেমিনার, সাহিত্য পুরস্কার ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়। সারাদেশ থেকে খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকগণ এই লেখক সম্মিলনে অংশগ্রহণ করেন।
লেখক সম্মিলনের বিভিন্ন পর্বে অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি রেজাউদ্দিন স্টালিন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আসমা বেগম, লেখক ও গবেষক ড. ইয়াহ্ইয়া মান্নান, বাংলা ভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক রহীম শাহ, অনন্যা’র প্রকাশক মনিরুল হক, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, লেখক ও সাংবাদিক সেলিম আউয়াল, কবি ও কথাসাহিত্যিক মাহবুবা চৌধুরী, এনআরবি ইসলামকি লাইফ ইন্স্যুরন্সে লি.-এর সিইও মো. শাহ জামাল হাওলাদার, প্রতিভা প্রকাশ-এর প্রকাশক কবি মঈন মুরসালিন।
সম্মিলনে ভিন্ন ক্যাটগরীতে ৫ জন কৃতিমান লেখককে এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় সুমন সুবহান ও পারভীন শাহনাজ, গল্পে ফজলুল হক মিলন, উপন্যাসে কানিজ ফাতেমা, শিশুসাহিত্যে রুবেল হাবিব এবং ৬ জন কৃতিমান লেখককে কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- আজীবন সম্মাননা শিশুসাহিত্যিক আহমেদ জসিম, ছড়া-কবিতায় মানিক চক্রবর্তী ও সিরাজ উদ্দিন শিরুল, গল্পে আলমগীর খোরশেদ ও জাকির হোসেন কামাল, ফিচার/গদ্যে পলি রহমান।
সারাদেশ থেকে তাহমিনা শিল্পী, এস আফরোজ, আলমগীর খোরশেদ, শারাবান তহুরা, আহমাদ স্বাধীন, মাহবুবা চৌধুরী, ড. ইয়াহইয়া মান্নান, পলি রহমান, পুলিন রায়, শাহনাজ পারভীন মুক্তি, নাজমুছ সাদাৎ নোমান, নেপাল সূত্রধর চয়ন, ফিরোজ আহমেদ বাবুল, আকাশ আহমেদ, সবুজ ইসলাম, তাহমিনা নিশা, সাগর আহমেদ, হাসিনা সাঈদ মুক্তা, সি এম শাহীন, গোলাপ আমিন, মশিউর রহমান দুর্জয়, মৌসুমী সুমি, আজিম সৈয়দ, জহুরুল হক সুমন, বাবলু মওলা, সিরাজিয়া পারভেজ, সেলিনা আখতার, রাশিদুল হাসান বাচ্চু, নিয়ামুল বারী, নুরুন্নাহার ডলি, মাহফুল আখতার, আকাশমণি, মো. নিয়াজ উদ্দীন, মানিক চক্রবর্তী, জাহাঙ্গীর আলম লিখন, নূর মোহাম্মদ, ফেরদৌস আরা শাহীন, সুমন সুবহান, তাসরিবা খান, খায়রুননেসা রিমি, জান্নাত তায়েবা, সাদিয়া মিম, সাইদ খোকন নাজিরী, সাইফুল ইসলাম চৌধুরী, শামীম হাসনাইন, সৈয়দ শাকিল আহাদ, শাম্মী তুলতুল, আর্শিনা ফেরদৌস, সৈয়দ কামরুল হাসান, রতন আলী, সরকার জাহিদুল ইসলাম, রিনা রহমান, শেখ আমিরুল ইসলাম, ফজলুল হক মিলন, শরীফ প্রধান, মাহবুবা ফারুক, দীন মুহাম্মদ, রুবিনা রুবি, রুবেল হাবিব, ওয়ালি জসিম, শামসুদ্দিন হীরা, নাসরীন রেখা, শ. ম. ওয়াহিদুজ্জামান, নজরুল ইসলাম মন্ডল, রুহুল আমিন, হালিম নজরুল, নাদিরা খানম, এইচ এম জাবেদ হোসাইন, আবু জাফর ছালেহী, সাদিক মোশাররফ, দয়াল ফারুক, সেলিম আউয়াল, তাহমিনা মল্লিক, মোয়াজ আফসার, আলেয়া রহমান, ওমর ফারুক, অসীম চন্দ্র পাল, এম কামরুজ্জামান, জাবেদ আহমদ, সুপদ বিশ্বাস, জাকির হোসেন কামাল, বেলাল আহমদ চৌধুরী, কলি চক্রবর্তী, ইশরাক জাহান জেলী, নাঈমা চৌধুরী, সুলেখা আক্তার শান্তা, কানিজ ফাতেমা, ফাহমিদুর রহমান, হারিস মিজান, নূর কিবরিয়া, খন্দকার রুমী, সুমাইয়া ইসলাম, রফিক আনম, শিরীনা ইয়াসমিন, আরিফা রহমান, নাজনীন শুভ্র, সুপান্থ মিজান, ফরিদা ইয়াসমিন, ফখরুল হাসান, শেলী সেলিনা, মোহাম্মদ বাদশা গাজী, এস এম সাথী বেগম, আফরোজা আক্তার, শাহনাজ পারুল, আলাউদ্দিন তালুকদার, হারান কান্তি সেন, মিনা ফারুক প্রমুখ লেখকগণ অংশগ্রহণ করেন।
সম্পাদনায়ঃ সালেহ/আসমা/মিনারা